পারমাণবিক জ্বালানি ও এফ-৩৫ বিক্রিতে যুক্তরাষ্ট্র–সৌদি আরবের চুক্তি

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে দুই দেশের মধ্যে পারমাণবিক জ্বালানি ও এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এই চুক্তি সম্পন্ন হয়।

হোয়াইট হাউস জানায়, বেসামরিক পারমাণবিক জ্বালানির বিষয়ে যৌথ ঘোষণা অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে কঠোর অ-প্রসারণ নীতির আওতায় দীর্ঘমেয়াদি পারমাণবিক জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার আইনি ভিত্তি তৈরি হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ-৩৫ বিক্রিসহ বড় প্রতিরক্ষা প্যাকেজ অনুমোদন করেছেন।

ট্রাম্প ও যুবরাজের বৈঠকে সামরিক সহযোগিতা, পারমাণবিক চুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top