পাকিস্তান উপ–প্রধানমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, বাংলাদেশ–চীন–পাকিস্তানকে নিয়ে যে ত্রিদেশীয় সহযোগিতা কাঠামো গঠনের আলোচনা চলছে, তা আরও সম্প্রসারিত হতে পারে। ইসলামাবাদ কনক্লেভ ফোরামে তিনি বলেন, পাকিস্তান সংঘাতের বদলে আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিতে চায় এবং সার্কের অচলাবস্থার মধ্যে নতুন বিকল্প কাঠামো যুক্তিসংগত হতে পারে।
ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে সার্ক বহুদিন ধরেই নিষ্ক্রিয়। এ অবস্থায় পাকিস্তান সার্কের বাইরে নতুন জোট গঠনের কথা ভাবছে। গত জুনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকদের ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। যদিও এটি কোনো দেশকে লক্ষ্য করে নয় বলে জানানো হয়েছিল।
দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সংকট বাড়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রস্তাব আলোচনায় এসেছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, সার্কের দুর্বলতার কারণে নতুন সহযোগিতা কাঠামো প্রয়োজন; তবে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বিবেচনায় ছোট আকারের বিষয়ভিত্তিক জোটেও দেশগুলো সতর্ক থাকতে পারে। বাংলাদেশের অবস্থান, ভারত–বাংলাদেশ সম্পর্ক এবং চীন–পাকিস্তান ঘনিষ্ঠতার প্রভাবও এই প্রস্তাব কার্যকর হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
