ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ থাকা–না–থাকা পুরোপুরি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত—এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, যে পরিস্থিতিতে হাসিনা ভারতে এসেছেন, সেই বাস্তবতাই তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
জয়শঙ্কর বলেন, হাসিনা যতদিন ভারতে থাকতে পারবেন কি না—এটি পৃথক প্রশ্ন, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। তিনি আরও বলেন, ভারত চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হোক। যদি আগের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারই আসুক, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ভূমিকা রাখবে। গত বছরের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
