ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ৫০ জন আহত হয়ে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন। রবিবার ভোরে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাটি নিশ্চিত করেন।
গোয়া পুলিশ জানায়, মৃতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে চারজন পর্যটক ও ১৪ জন কর্মচারী আছেন; বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। শনিবার রাতের শেষ প্রহরে ‘বার্চ বাই রোমিও লেন’ ক্লাবে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
মুখ্যমন্ত্রী সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বহু মানুষ প্রাণ হারান।
