খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি আবাসিক ভবন থেকে দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার বাজার এলাকার আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন।
ওই দুই নাগরিক হলেন জিয়াং ছেংথং (২৬) ও টেং তংগু (৩১)। আটকের সময় তাঁদের থেকে মুঠোফোন, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি যন্ত্র জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র যায়, তাঁরা দুজনই গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে একটি বাসা ভাড়া নেন। বাড়ির মালিককে এ সময় তাঁরা ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। ইলেকট্রনিক সামগ্রী আমদানি-রপ্তানি করতে খাগড়াছড়িতে এসেছেন—এমনটা বাসার মালিককে জানিয়েছেন।
Source: ProthomAlo
