আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আওয়ামী লীগের তৃণমূল ভেঙে পড়ায় নির্বাচন ব্যাহত করার মতো শক্তি আর দলটির হাতে নেই।
তিনি উল্লেখ করেন, বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া নির্বাচনী পরিবেশের ইতিবাচক ইঙ্গিত। অপরদিকে আওয়ামী লীগের মাঠ–সংগঠনের সক্ষমতা এখন “খুবই সীমিত” বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে আরও বলা হয়, পুলিশ ও প্রশাসন এখন আগের তুলনায় আরও সংগঠিত এবং দক্ষভাবে নির্বাচন পরিচালনায় প্রস্তুত, যা শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করবে।
