ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আজ শনিবার প্রথমবারের মতো দেখা গেল পুলিশের নতুন পোশাক। ডিএমপিসহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে আজ থেকে লৌহ রঙের এই ইউনিফর্ম চালু হয়েছে। তবে জেলা পুলিশ ধাপে ধাপে নতুন পোশাক পাবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের দমন–পীড়নের অভিযোগের পর পুলিশ সংস্কারের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এই নতুন পোশাক অনুমোদন করে। পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে ও নৌ পুলিশও একই পোশাকে কাজ করবে।
অন্তর্বর্তী সরকার আশা করছে, পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতা ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের কাজও চলছে।
