জুলাই গণ-অভ্যুত্থয়নের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় সোমবার সরাসরি সম্প্রচার করা হবে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
তিনি বলেন, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে রায়ের যে অংশটি বিচারকরা পড়ে শোনাবেন, সেটি বিটিভি সরাসরি প্রচার করবে। অন্যান্য গণমাধ্যমও এ সম্প্রচার রিলে করতে পারবে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ এ রায় দেবেন। মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
