বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের

সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

রিটে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে হত্যার ঘটনার পর বিচারক নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় বিচারকদের সংগঠন আন্দোলনের ঘোষণা দিলেও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top