শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে মুক্তির পর আবারও আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। রোববার তার সঙ্গে ছিলেন ছোট ভাই, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তদন্ত প্রতিবেদনের দিন নির্ধারিত থাকলেও পুলিশ তা দাখিল করতে পারেনি। নতুন তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ৮৬ বছর বয়সী লতিফ সিদ্দিকীর বয়স ও অসুস্থতার কারণে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন আদালত মঞ্জুর করেছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক থাকার পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে সম্প্রতি কারামুক্ত হন লতিফ সিদ্দিকী।
