নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক সংলাপের শুরুতেই উত্তেজনা দেখা দেয় ইসলামী ঐক্যজোটকে ঘিরে। রোববার সকালে আগারগাঁওয়ে অনুষ্ঠিত সভায় দলটির মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে আপত্তির মুখে কক্ষ ত্যাগ করতে বলা হয়।
একই দলের অপর অংশের নেতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি অভিযোগ করেন, তারা অতীতের একতরফা নির্বাচনে সহযোগিতা করেছে এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখাতে না পারায় ইসির সিনিয়র সচিব তাদের বের হয়ে যেতে নির্দেশ দেন।
চলে যাওয়ার সময় দলটির যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন দাবি করেন, ইসি একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। সংলাপে গণফোরামসহ মোট ছয়টি দল অংশ নেয়।
