১৫ বছর পর ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার

কলকাতার ইডেন গার্ডেন্সে ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২৪ রানের লক্ষ্য হলেও প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ে ভারত গুটিয়ে যায় ৯৩ রানে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা অপরাজিত ৫৫ রানে দলকে দিয়েছে গুরুত্বপূর্ণ লিড। ম্যাচসেরা অফস্পিনার সিমোন হারমার দুই ইনিংসে আট উইকেট শিকার করে ভারতের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন।

চোটের কারণে অধিনায়ক শুবমান গিল অনুপস্থিত থাকায় ভারত শুরু থেকেই ব্যাকফুটে পড়ে। জয়সওয়াল শূন্য রানে আউটসহ দ্রুত উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top