উইন্ডোজ ১১-এ আসছে ‘শেয়ার্ড অডিও’, একসঙ্গে দুই হেডফোনে শোনা যাবে সাউন্ড

উইন্ডোজ ১১-এ যোগ হচ্ছে নতুন একটি সুবিধা—Shared Audio। এই ফিচার ব্যবহার করে অতিরিক্ত তার বা স্প্লিটার ছাড়াই একই পিসিতে দুটি ব্লুটুথ হেডফোন যুক্ত করা যাবে। ফলে দুজন ব্যবহারকারী একসঙ্গে গেম বা সিনেমার অডিও শুনতে পারবেন।

মাইক্রোসফট জানায়, ফিচারটি কাজ করবে Bluetooth LE Audio প্রযুক্তিতে, যা ভালো অডিও মানের পাশাপাশি কম ব্যাটারি খরচ নিশ্চিত করবে। আপাতত এটি কয়েকটি প্রিমিয়াম Copilot+ পিসিতে পরীক্ষা করা হচ্ছে।

আগামী আপডেটে আরও বেশি মডেলে ফিচারটি চালু হতে পারে। ইনসাইডার প্রোগ্রামে যোগ দিলে এখনই প্রিভিউ সংস্করণ ব্যবহার করা যাবে।

Scroll to Top