যানবাহনে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের চেষ্টা করলে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকেলে ওয়্যারলেস বার্তায় তিনি পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেন বলে নিশ্চিত করেছেন ডিএমপির কয়েকজন কর্মকর্তা।
ডিএমপি কমিশনার বলেন, বাসে আগুন বা ককটেল হামলা জীবননাশের চেষ্টা—এ অবস্থায় গুলি করার অধিকার আইনেই আছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় হামলা–বিস্ফোরণ বেড়ে যাওয়ায় পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে কর্মকর্তারা জানান।
শেখ হাসিনার মামলার রায় সামনে রেখে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় মাঠের পুলিশকে মনোবল জোগাতেই এই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
