আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা, তবে সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়: খলিলুর রহমান

দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আঞ্চলিক নিরাপত্তায় উন্মুক্ত সহযোগিতা জরুরি হলেও কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বাংলাদেশ স্বাধীন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর অঞ্চল গড়ে তোলার পক্ষে।

সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসবাদ, জলদস্যুতা, অবৈধ মাছ ধরা ও সামুদ্রিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশ মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় সাইবার নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।

খলিলুর রহমান জানান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পারস্পরিক আস্থা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা অপরিহার্য। তিনি আশা করেন, সিএসসি উন্মুক্ত আঞ্চলিকতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বহুপক্ষীয় সংস্থায় পরিণত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top