মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ–লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন রায়ের অনুলিপিতে স্বাক্ষর করেন।

রায়ে আরও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। এখন দণ্ডিতদের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। গত ২ জুন হাইকোর্ট ডেথ রেফারেন্স ও দণ্ডিতদের আপিল শুনানি শেষ করে এই সিদ্ধান্ত দেন।

২০২০ সালের জুলাইয়ে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পরে মামলার বিচার শেষে ২০২২ সালে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন দেন কক্সবাজার আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top