আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকায় ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার ইনিংসের শুরুতেই তিনি তিন অঙ্ক স্পর্শ করেন এবং বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেন। তাঁর ইনিংস ছিল ২১৪ বলে ১০৬ রান।
দিন শেষে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত মুশফিক জানান, এই সেঞ্চুরি তিনি উৎসর্গ করছেন দাদা–দাদি ও নানা–নানিকে। মুশফিক বলেন, তাঁরা জীবিত থাকাকালে ছিলেন তাঁর সবচেয়ে বড় ভক্ত। অসুস্থতার মধ্যেও তাঁরা বলতেন, তাঁর খেলা দেখার জন্য বাঁচতে চান আরও কিছুদিন।
মুশফিক জানান, আজকের এই অর্জনে তাঁদের দোয়া বড় ভূমিকা রেখেছে। পরিবারের পাশাপাশি অনেকের সমর্থনও তাঁকে এই পথচলায় শক্তি জুগিয়েছে।
