আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে যে গণভোট হবে, তার আইন দ্রুত চূড়ান্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যা নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। এতে বিচার বিভাগের স্বাধীনতা আরও সুসংহত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সরকার সব ধরনের আন্তর্জাতিক উদ্যোগ বিবেচনা করছে। একই সঙ্গে ভারতকে চিঠি পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
