ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আগামী শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছাবেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে।
সফরের লক্ষ্য দুই দেশের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। ঢাকা অবস্থানকালে শেরিং তোবগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
