ডিবির আধুনিক সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে আধুনিক প্রযুক্তি নির্ভর সাইবার অপরাধ দমনে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার পুরাতন রমনা থানার পাশের ডিবি কম্পাউন্ডে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কেন্দ্রটির উদ্বোধন করেন।

তিনি জানান, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, জালিয়াতি ও মানহানির মতো সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় অত্যাধুনিক ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪/৭ সহায়তা টিম নিয়ে কেন্দ্রটি কাজ করবে। নারী ও কিশোর–কিশোরীদের জন্য নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি জানান, আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে পুলিশ দ্বিধা করবে না। নাগরিকরা সাইবার অপরাধের অভিযোগ ডিবির ফেসবুক পেজ বা ইমেইলের মাধ্যমে জানাতে পারবেন।

Scroll to Top