ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আবারও স্মার্টফোনে সতর্কবার্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা মনে করিয়ে দিয়েছে। ভূমিকম্প আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব না হলেও কম্পন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠায় গুগলসহ কয়েকটি অ্যাপ।
গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাক্সিলোমিটারের সেন্সর ব্যবহার করে কম্পন শনাক্ত করে। ব্যবহারকারীরা ফোনের Settings থেকে Safety & Emergency অপশনে গিয়ে Earthquake Alerts চালু করলেই সতর্কবার্তা পাবেন।
এ ছাড়া মাই আর্থকোয়েক অ্যালার্টস ও মাইশেক অ্যাপ বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষণ ও রিয়েল-টাইম নোটিফিকেশন দেয়। এগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস দু’ধরনের ব্যবহারকারীরাই বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
