ঢাকার বেশিরভাগ আহত ‘আতঙ্কে’, ভূমিকম্পে সরাসরি নয়: স্বাস্থ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ঢাকায় ভূমিকম্পে আহতদের অধিকাংশই কম্পনের সরাসরি আঘাতে নয়, বরং আতঙ্কে লাফানো বা ধাক্কা খেয়ে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেলে রোগীদের খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন—একজন গুরুতর, অন্যজন স্থিতিশীল। নরসিংদী থেকে আসা দুইজনের মধ্যে এক শিশু মারা গেছে, শিশুটির বাবা আইসিইউতে আছেন। মিটফোর্ড হাসপাতালে তিনজনের মৃত্যুর বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

তিনি বলেন, মাত্রা ৫.৭ হলেও আহতের সংখ্যা বেশি। আতঙ্ক কমাতে এবং সবার চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে।

Scroll to Top