রাজধানীর কাজীপাড়া মেট্রোস্টেশনের কাছে মেট্রোরেল লাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ট্র্যাক পরিদর্শনের সময় ককটেল দেখতে পেয়ে ডিএমটিসিএল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে। পুলিশ জানায়, সকাল আটটার দিকে ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে এগুলো পাওয়া যায়। শুক্রবার দুপুরের আগে মেট্রোরেল চলাচল না থাকায় কোনো বিপত্তি হয়নি।
এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। সংগ্রহ করা আলামত কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে পুলিশ জানায়।
