ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণার সময় সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকেও পৃথক মামলায় ৫ বছর করে কারাদণ্ড দেন।
মামলাগুলোর বিচার শেষে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ২৩ নভেম্বর। তিন মামলায় আসামির সংখ্যা ৪৭ হলেও ব্যক্তি হিসেবে ২৩ জন। আসামিদের মধ্যে গৃহায়ণ–গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারাও রয়েছেন। তিন মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি খুরশীদ আলমকে মোট ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, আর একজন—সাইফুল ইসলাম সরকার—সবগুলো মামলায় খালাস পেয়েছেন।
দুদক চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দ সংক্রান্ত মোট ৬টি মামলা দায়ের করেছিল। এর মধ্যে তিনটির রায় আজ ঘোষণা করা হলো।
