মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকাল ৬টায় সেখানে তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান।
তিনি জানান, এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। সকালে শীত থাকলেও শ্রীমঙ্গলে রোদের দেখা মিলেছে, যা কিছুটা উষ্ণতা দিয়েছে। তবে গ্রাম ও চা–বাগান এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে শ্রমজীবী মানুষ ও চা–শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
