আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে নির্বাচনের পরপরই সামরিক কর্মকর্তারা ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছেন। রাজধানী বিসাউয়ে গুলির শব্দ শোনা যাওয়ার পর সরকারি সূত্র নিশ্চিত করেছে—প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে আটক করা হয়েছে। সামরিক কর্মকর্তারা রাষ্ট্রীয় টিভিতে হাজির হয়ে নির্বাচনী প্রক্রিয়া স্থগিতের কথা জানান এবং সীমান্ত বন্ধসহ রাতের কারফিউ জারি করেন।
সামরিক কর্মকর্তারা বলেন, দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা নস্যাতে তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন, যদিও সংশ্লিষ্ট রাজনীতিকদের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী প্রার্থী ফার্নান্দো দিয়াজ, সাবেক প্রধানমন্ত্রী দোমিঙ্গোজ পেরেইরা এবং সেনাপ্রধান জেনারেল বিয়াগে না নতানসহ একাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের আগেই এমবালো ও দিয়াজ নিজেদের জয়ী দাবি করেছিলেন। অভ্যুত্থানের ঘটনায় আফ্রিকান ইউনিয়ন ও ইকোওয়াস গভীর উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে এমন সময়ে যখন তারা দুই প্রার্থীর কাছ থেকে ফল মেনে নেওয়ার আশ্বাস পেয়েছিলেন।
