বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দুদিন ধরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার অবস্থা গতকাল রাতে চিকিৎসকেরা ‘অত্যন্ত সংকটময়’ বলেছেন।
আজ শুক্রবার নয়াপল্টন জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ফখরুল জানান, সারা দেশে মসজিদে দোয়া আয়োজন করা হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে রোববার তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।
