হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটময় অবস্থায় দেশে ফেরার বিষয়ে নিজের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে ফেরা তাঁর ‘একক সিদ্ধান্ত গ্রহণের বিষয় নয়’ এবং রাজনৈতিক বাস্তবতাই এ ক্ষেত্রে প্রধান বাধা।
শনিবার সকালে ফেসবুক পোস্টে তারেক জানান, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তাঁর হাতে নেই। তিনি দেশের মানুষের দোয়া ও প্রধান উপদেষ্টার চিকিৎসাসহায়তার ঘোষণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাঁর অবস্থাকে সংকটাপন্ন বলে জানিয়েছেন। দেশি–বিদেশি চিকিৎসক দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে। খালেদা জিয়ার শারীরিক জটিলতা বাড়ায় পরিবার ও দলের শীর্ষ নেতাদের উদ্বেগ আরও বেড়েছে।
