উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভা আজ শনিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এতে এনজিও নিবন্ধনের নিয়মসহ কয়েকটি ধারা সহজ করা হয়েছে। বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর অনুমোদন লাগবে না।

এ ছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া আলোচনায় আসে। তা আরও সংশোধন করে পরবর্তী সভায় উত্থাপনের নির্দেশ দেওয়া হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণ–অভ্যুত্থানে আটক থাকা ২৪ জনের মুক্তি শিগগিরই নিশ্চিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top