খুলনায় আদালত গেইটের বাইরে গুলিতে দুইজন নিহত

খুলনায় মামলায় হাজিরা দিতে এসে মহানগর দায়রা জজ আদালতের গেইটের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

পুলিশ বলছে, নিহত দুজনের বিরুদ্ধেই হত্যা, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের অধীনে ছয়টি করে মামলা রয়েছে। তারা অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন এবং আড়াই মাস আগে জামিনে কারাগার থেকে বের হয়েছিলেন। পুলিশ দাবি করেছে, তারা ‘সন্ত্রাসী পলাশ গ্রুপের’ সহযোগী।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top