বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান দাবি করেছেন, চেয়ারপারসন খালেদা জিয়া রাত থেকেই ‘ক্রিটিক্যাল’ বা গভীর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। সোমবার হাসপাতালে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়া “ডিপ কন্ডিশনে” আছেন এবং এ মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া কিছু বলার নেই।
২৩ নভেম্বর রাত থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি–বিদেশি চিকিৎসকরা যৌথভাবে তাঁদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং দেশজুড়ে মানুষ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছে।
দলটি জানিয়েছে, চিকিৎসা–সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক তথ্য ব্রিফ করবেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।
