প্রবাসীরা দেশে আসার পর ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে ৬০ দিনের বেশি অবস্থান করলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে—সোমবার সচিবালয়ে মোবাইল আমদানির শুল্ক কমানো নিয়ে অনুষ্ঠিত আন্তসংস্থার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, বিএমইটি কার্ডধারী প্রবাসীরা তিনটি ফোন আনতে পারবেন—নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত দুটি। যাদের কার্ড নেই, তারা একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন, তবে ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে। চোরাচালান প্রতিরোধের জন্য এ নিয়ম কার্যকর হবে।
সভায় স্মার্টফোন আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে বৈধ আমদানি বাড়ে ও বাজারে দাম কমে। পাশাপাশি পুরোনো ফোনের ডাম্পিং প্রতিরোধে বিমানবন্দর ও স্থলবন্দরে নজরদারি বাড়ানো হবে। মোবাইল সিম ও আইএমইআই রেজিস্ট্রেশনের নিরাপত্তা জোরদারে নতুন বিধান যুক্ত করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
