নিঃশর্ত ক্ষমা চাইলেন অ্যাডভোকেট ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের করা আদালত অবমাননা মামলায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ২৬ নভেম্বর একটি টক শোতে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। পরে ট্রাইব্যুনাল তাঁকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়।

ফজলুর রহমান লিখিত ক্ষমা চাইলেও আগামী সোমবার এ সংক্রান্ত শুনানি হবে। মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নির্দেশনা মেনে তিনি এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি।

Scroll to Top