জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নতুন নামগুলো চূড়ান্ত হয় এবং দ্রুত কার্যকর করা হবে।

নতুন নাম অনুযায়ী—বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল এখন ‘ফেলানী খাতুন হল’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’। ১০ তলা শেখ রাসেল হলের নাম রাখা হয়েছে ‘নবাব সলিমুল্লাহ হল’। আর মেয়েদের ‘শেখ হাসিনা হল’ নতুন নাম পেয়েছে ‘জুলাই চব্বিশ জাগরণী হল’, যা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে এবং শিগগিরই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

Scroll to Top