বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেবে। দলের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতার কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা প্রস্তুত রেখেছে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে।
তিনি জানান, জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছে কাতার। সব প্রস্তুতি রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে। খালেদা জিয়া বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকেরা মনে করছেন, তিনি এখনও ফ্লাই করার উপযোগী নন—এ কারণে যাত্রা বিলম্বিত হচ্ছে।
মেডিকেল বোর্ড গত দুদিনে বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন যাচাই করেছে এবং নিয়মিত বৈঠকে তাঁর অবস্থা মূল্যায়ন করছে। ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় যুক্ত আছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, যার মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও।
