শান্তিচুক্তির এক মাসেই আবারও ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাব–ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। আধিপত্য বিস্তার ও স্লেজিং–বুলিংকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ও আরও দুটি গাড়ি ভাঙচুর হয়।

পুলিশ জানায়, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উত্তেজনা চলতে থাকে। পরে কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ছাত্রদের কলেজে পাঠানো হয়।

ঠিক এক মাস আগে দুই কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট থানার মধ্যস্থতায় ‘ভাই–ভাই’ বলে শান্তিচুক্তি করেছিল। কিন্তু অঙ্গীকার টেকেনি। গত এক বছরে দুই কলেজসহ সিটি কলেজের শিক্ষার্থীরা ১৫ বারের বেশি সংঘর্ষে জড়িয়েছে।

Scroll to Top