চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর এনি আক্তার নামের এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার রাতে পিপলস হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন কন্যা ও দুই পুত্র।
ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতিতে চিকিৎসা নেন এনি ও তাঁর স্বামী। বর্তমানে পাঁচ শিশুই পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। কম ওজনের দুই কন্যাশিশুকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সবাইকে অন্তত ৭২ ঘণ্টা নজরদারিতে রাখা হবে।
চিকিৎসকেরা জানান, বহু বছর চিকিৎসার পর এমন সফলতা বিরল ঘটনা। মা সুস্থ থাকলেও সন্তানের চিকিৎসাব্যয় নিয়ে পরিবার দুশ্চিন্তায় আছে। তবে একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
