আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশন জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। দুটি ভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।

Scroll to Top