দীর্ঘদিন বিদেশি প্রযুক্তিনির্ভরতার পর বাংলাদেশ ব্যাংক আবারও নিজস্ব কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারে ফিরছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সাইবার সার্বভৌমত্ব ফিরে পাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০১১ থেকে ২০২০ পর্যন্ত ভারতীয় সফটওয়্যার কোম্পানি টিসিএস বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ সার্ভার, ডাটাবেজ ও সিস্টেম নিয়ন্ত্রণে ছিল। সংবেদনশীল তথ্য বিদেশি টেকনিশিয়ানের হাতে থাকায় বিতর্ক সৃষ্টি হয়, এমনকি রিজার্ভ চুরি তদন্তেও নিরাপত্তা দুর্বলতার অভিযোগ আসে।
ব্যাংকের আইসিটি–১ বিভাগের প্রযুক্তিবিদরা তৈরি করেছেন নতুন কোর সফটওয়্যার ‘বিসিবিআইসিএস’। সব মডিউল ও নিরাপত্তা যাচাই সম্পন্ন হওয়ায় ৮ ডিসেম্বর এটি অনুমোদন পেয়েছে। নতুন সিস্টেম চালু হলে ডাটা সার্বভৌমত্ব বহাল হবে, খরচ কমবে এবং সাইবার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
১৮ ডিসেম্বর পুরোনো সফটওয়্যার বন্ধ করে কেন্দ্রীয় ব্যাংক তাদের ‘প্রযুক্তিগত স্বাধীনতা’ উদযাপন করতে যাচ্ছে। কর্মকর্তা বলছেন, “আমরা আর কাউকে আমাদের ডাটা ভল্টের চাবি দেব না।”
