শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রকাশ না হওয়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা–কর্মচারীরা শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং মেট্রোরেলের সব যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থানও পালন করা হবে।

কর্মচারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠার ১২ বছর পরও ৯০০ জনের বেশি কর্মীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ছুটি, গ্র্যাচুইটি, ওভারটাইম, ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত। উপদেষ্টা কমিটির নির্দেশনা ও পরবর্তী আশ্বাস সত্ত্বেও সার্ভিস রুল চূড়ান্ত হয়নি বলে তাঁরা দাবি করেন।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা জানায়, সব ধারায় সম্মতি হলেও প্রকল্প জনবল আত্মীকরণ সংক্রান্ত বিশেষ বিধানই বাধা। কর্মচারীরা বলছেন, সময়মতো সার্ভিস রুল প্রকাশ না হলে যাত্রী সেবা বন্ধের দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।

Scroll to Top