ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ক গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দাখিলের শেষ সময় ১১ জানুয়ারি, নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। তিন লাখের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে অংশ নেবেন। ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোট আয়োজন করা হবে এবং সময় বাঁচাতে প্রতিটি কক্ষে রাখা হবে দুটি গোপন বুথ। সিইসি সকল রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারকে শান্তিপূর্ণ ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
