জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের চেষ্টা রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সব ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকে অভ্যুত্থানবিরোধী ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে এই অবস্থান জানান বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নেতারা বলেন, এই হামলার উদ্দেশ্য নির্বাচন ব্যাহত করা। প্রধান উপদেষ্টা বলেন, হামলাটি পরিকল্পিত এবং এর পেছনে সংঘবদ্ধ শক্তি কাজ করছে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা পরস্পরের দোষারোপ এড়িয়ে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। তারা বলেন, অনৈক্যের সুযোগ নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে সংযত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

Scroll to Top