ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।
একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিতে জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
