মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
ওসমান হাদির সঙ্গে তাঁর দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক যাবেন। সকালে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বিমানবন্দরে নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
