সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার মধ্যরাতের পর আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন।
অভিযোগে আরও রয়েছেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হলেও এখনো তা মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের টকশোতে নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের প্রোপাগান্ডা চালাচ্ছেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।
