নোয়াখালীতে মহিলা দলের প্রতিনিধি সভায় গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, ভোটারদের হাতে এবার দুইটি ব্যালট থাকবে—একটি দলের প্রতীকের জন্য, আরেকটি গণভোটের জন্য। গণভোটের ব্যালটে ‘না’ দিতে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার বিকেলে নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলার ডমুরুয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় তিনি এ বক্তব্য দেন।
ফারুক অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘কেউ বলে ভোট করবে, কেউ বলে করবে না। এখন আবার শোনা যাচ্ছে, উপ-প্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না। আগে বলা হতো পিআর না দিলে নির্বাচন করবে না, গণভোট না হলে করবে না।’
