জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই করা স্থগিত রেখেছে। দলটি বলেছে, সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো ও সংস্কার প্রক্রিয়া স্পষ্ট না হলে তারা সই করবে না। শুক্রবার বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান জানায়।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকার সংকট কমানোর বদলে আরও জটিল করছে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার বিষয়েও কোনো স্পষ্ট রোডম্যাপ নেই বলে তিনি দাবি করেন।
দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, সনদের বাস্তবায়ন আদেশ এখনো অস্পষ্ট। এছাড়া গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেওয়ায় সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
