বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদসহ প্রগতিশীল বাম ঘরানার দলগুলো বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানে জাতীয় কনভেনশন আয়োজনের ঘোষণা দিয়েছে। শনিবার রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
২৯ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই কনভেনশন। আয়োজকদের দাবি, মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ গড়াই এই উদ্যোগের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে বিদ্যমান রাজনৈতিক শক্তির ব্যর্থতার সমালোচনা করে আট দফা প্রস্তাবনা তুলে ধরা হয়—যার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, দুর্নীতির বিচার, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা।
