ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণায় গিয়ে বিরূপ অবস্থার মুখে পড়েছেন। তার সঙ্গে থাকা সাংবাদিকদের গায়ে তিন দফা ময়লা পানি নিক্ষেপ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ময়লা পানি মারলেও তার আপত্তি নেই। তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলা মানেই তার ওপর হামলা। ঘটনাটি ইচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
