ডা. শফিকুরকে কড়া সমালোচনা ফজলুর রহমানের

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে কঠোরভাবে সমালোচনা করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একসময় জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ডা. শফিকুর এখন জামায়াতের শীর্ষ নেতা হয়েছেন, এ পরিবর্তন তাকে বিস্মিত করেছে।

ফজলুর রহমান দাবি করেন, সুফিবাদী ধারায় ইসলাম প্রচারিত হয়েছে এই উপমহাদেশে। কিন্তু জামায়াত ওহাবী মতবাদে বিশ্বাসী এবং তারা নবীর মর্যাদা সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দেয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শরিয়তের পাশাপাশি মারফত ও তরিকত না মানলে ইসলাম পূর্ণতা পায় না। নবী মুহাম্মদ (সা.)–এর নূরের বৈশিষ্ট্য মানা মুসলমানের মৌলিক বিশ্বাস, এ মতবাদেই তিনি অটল থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top